লন্ডনে উগ্র ডানপন্থি রাজনৈতিক কর্মী টমি রবিনসনের ডাকা অভিবাসনবিরোধী বিক্ষোভে ১ লাখ ৫০ হাজার মানুষ যোগ দেন। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে ২৬ জন পুলিশ সদস্য আহত হয়েছে। খবর বিবিসিমেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, বিক্ষোভের মধ্যে এক সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে বোতল এবং অন্যান্য বস্তু ছুড়ে মারে। এতে চার পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ২৫ জনকে গ্রেপ্তার করেছে। বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। যার মধ্যে ১ হাজার অফিসার সদস্য ছিলেন।রবিনসনের কর্মসূচির নাম ‘ইউনাইট দ্য কিংডম’। লন্ডনের হোয়াইট হলে তাদের সমাবেশে অনেকে বক্তৃতা দেন। যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যোগ দেন ধনকুবের ইলন মাস্ক। এ সময় ‘সরকার পরিবর্তনের ডাক’ দিয়ে মাস্ক বলেন, ‘আপনারা পারবেন না; আমাদের চার বছর অপেক্ষা করা বা পরবর্তী নির্বাচন...