তিনি আরও বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়া সত্ত্বেও শুধু দেশের স্থিতিশীলতার স্বার্থে ডাকসু-জাকসুতে আমরা অনেক কিছু মেনে নিয়েছি। সামনে একই ঘটনার পুনরাবৃত্তি হলে তখন সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আন্দোলনে যাওয়া ছাড়া ছাত্রদলের সামনে আর কোনো পথ থাকবে না। আমরা ছাত্রদলসহ অপরাপর ছাত্র সংগঠনগুলো ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশে ‘শেখ হাসিনা স্টাইলে’ আর কোনো ভোট কারচুপির নির্বাচন হতে দেব না।যদিও আসন্ন চাকসু নির্বাচনে ছাত্রদল অংশ নেবে কি না, তা ভেবে দেখার বিষয় বলে গত বুধবার ফেসবুকে দেওয়া এক পোস্টে জানান সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড ও নিরপেক্ষতা নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি। আব্দুল্লাহ আল নোমান লেখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দলকানা প্রশাসনের অধীনে কতটুকু লেভেল প্লেয়িং ফিল্ড বজায় থেকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে, সে ব্যাপারে আমরা যথেষ্ট সন্দিহান।...