জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রী সংসদ নির্বাচনে ২৫ টি পদের মধ্যে ২০ টি পদে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত ছাত্র জোটের’ প্রার্থীরা জয়ী হয়েছেন। ২০ টি পদের মধ্যে সব্বোর্চ ভোটে জয়ী হয়েছে জিএস মাজহারুল ইসলাম। শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান এ ফলাফল ঘোষণা করে। এ সময় ঘোষিত ফলাফলে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত ছাত্র জোটের’ জয়ী প্রার্থীরা হলেন- জিএস পদে তিন হাজার ৯৩০ ভোট পেয়ে জয় পেয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের মো. মাজহারুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী শিক্ষার্থী ঐক্য ফোরামের আবু তৌহিদ মো. সিয়াম পেয়েছে ১ হাজার ২৩৮ ভোট। ছাত্রদলের তানজিলা হোসাইল বৈশাখী পেয়েছে ৯৪১ ভোট। এজিএস (পুরুষ) পদে বিজয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ফেরদৌস আল হাসান। তিনি ২ হাজার ৩৫৮...