নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন ব্রিজ এলাকায় তৃতীয় লিঙ্গের মানুষের দৌরাত্ম্য দিন দিন অসহনীয় হয়ে উঠেছে। প্রতিদিন পথচারী, যানবাহনের চালক ও যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করছে তারা। টাকা না দিলেই ব্যবহার করা হচ্ছে অশালীন ভাষা, করা হচ্ছে শারীরিক হেনস্তা ও হামলা।শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বিমানবন্দর থেকে আসা একটি যাত্রীবাহী মাইক্রোবাস কাঞ্চন ব্রিজ এলাকায় পৌঁছালে তৃতীয় লিঙ্গের একদল মানুষ গাড়ি থামিয়ে টাকা দাবি করে। চালক ও যাত্রীরা রাজি না হলে তারা গাড়িতে হামলা চালায় এবং যাত্রীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। যাত্রীরা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। মুহূর্তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।স্থানীয়রা জানান, প্রতিদিনই এ এলাকায় এ ধরনের ঘটনা ঘটছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত বাস, প্রাইভেটকার, সিএনজি ও অন্যান্য পরিবহনে উঠে তৃতীয় লিঙ্গের কিছু...