সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত পনেরো বছর ধরে জোর করে ক্ষমতায় বসিয়ে রেখেছিল “তাদের দাদারা” — এমন মন্তব্য করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোঃ রোকনুজ্জামান সরকার রোকন। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে ভালুকা সরকারি কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপির যৌথ কর্মী সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।রোকন বলেন, “আমাদের মধ্যে একটি ভুল ধারণা তৈরি হয়েছে— নির্বাচন হলেই আমরা ক্ষমতায় যাব। বাস্তবতা ভিন্ন। আত্মবিশ্বাস ভালো, কিন্তু তা যেন আত্মতুষ্টি না হয়।” তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান এবং বলেন, “যদি জনগণ মুখ ফিরিয়ে নেয়, তবে আমাদের যাওয়ার আর কোনো জায়গা থাকবে না।”তিনি আরও বলেন, “আমাদের প্রভু দল নেই, প্রভু দেশও নেই। আমরা কোনো দেশের প্রমোটার না। আমাদের একমাত্র প্রভু আল্লাহ এবং শক্তি এ দেশের জনগণ।”সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের...