আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হলে বাংলাদেশে অভ্যন্তরীণ অস্থিরতা দেখা দেবে এবং জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হবে বলে সতর্ক করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তবে তিনি এও বলেছেন, রাষ্ট্রীয় কাঠামোর মৌলিক পরিবর্তন না ঘটলে নির্বাচনের মাধ্যমে কোনো বড় ধরনের পরিবর্তন আসবে না। গতকাল শনিবার বিকেলে ‘নির্বাচনের জন্য রাজনৈতিক সমঝোতার পথ’ শিরোনামে দৈনিক প্রথম আলোর আয়োজনে অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে আলী রীয়াজ এসব মন্তব্য প্রকাশ করেন। বৈঠকে তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর কাছে আমি বারবার আহ্বান জানিয়েছি। তারা যথেষ্ট সাড়া দিয়েছে, কিন্তু এই প্রক্রিয়া চিরকাল চলতে পারে না। কোনো না কোনো সময় এটাকে শেষ করে নির্বাচন করতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে শুধু অভ্যন্তরীণ অস্থিরতাই তৈরি হবে না, জাতীয় নিরাপত্তাও বিপন্ন হবে। রাজনৈতিক দলগুলোকে এই চ্যালেঞ্জ মোকাবিলা...