বেসরকারি আমদানিকারকদের মাধ্যমে নন-ইউরিয়া সার আমদানি নিয়ে কৃষি মন্ত্রণালয় একের পর এক অনিয়মের ঘটনা ঘটিয়ে চলেছে। এবার একজন ব্যক্তিকে ‘বিশেষ সুবিধা’ দিয়ে সার আমদানির কার্যাদেশ দেওয়ার অভিযোগ উঠেছে। নিয়ম ভেঙে একই কার্যাদেশে দুটি দেশের জন্য ভিন্ন ভিন্ন দরে একটি লটের সার আমদানির অনুমতি দেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার যোগসাজশে আমিনুর রশিদ খান নামের এক ব্যবসায়ীকে এ ধরনের বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে। আমিনুর রশিদ খান কৃষি মন্ত্রণালয়ে ‘মামুন’ নামে পরিচিত। এ বিষয়ে প্রবাসী সাংবাদিক হিসেবে পরিচিত জুলকারনাইন সায়ের গত ১১ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি কয়েকটি কোম্পানিকে দেওয়া কার্যাদেশের কপি তুলে ধরেন। তিনি বলেন, ‘বেসরকারি খাতের মাধ্যমে সার আমদানির জন্য কৃষি মন্ত্রণালয়ের কতিপয় কর্মকর্তার যোগসাজশে, সম্প্রতি সার আমদানির জন্য আহ্বান করা দরপত্রের বিপরীতে নিয়মনীতির তোয়াক্কা...