জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ ৩৩ বছর ধরে ভোটবিহীন ছিল। তিন দশকেরও বেশি সময় পর গত বৃহস্পতিবার নির্বাচনের ফল পেতে অপেক্ষা করতে হয়েছে তিন দিন। ভোটগ্রহণ শেষ হওয়ার ৪৮ ঘণ্টার বেশি সময় পর গতকাল শনিবার সন্ধ্যার দিকে ঘোষণা করা হয় ফল। জাকসু নির্বাচনে ভিপি (সহসভাপতি) পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের আবদুর রশীদ জিতু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থী আরিফ উল্লাহ আদিব। অন্যদিকে, জিএস (সাধারণ সম্পাদক) পদে নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের মাজহারুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরামের প্রার্থী আবু তৌহিদ মো. সিয়াম। ফল ঘোষণার আগে গত শুক্রবার ভোট গণনার সময় বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতার মৃত্যুর ঘটনায়,...