যার কণ্ঠে লালন সাঁইয়ের গান সবচেয়ে বেশি মানুষের হৃদয় ছুঁয়েছে, ছড়িয়েছে দেশে-বিদেশে, যার নাম সঙ্গে-কাজের সঙ্গে জুড়ে আছে লালনের গান, সেই গানের পাখি ফরিদা পারভীন আর নেই। জাগতিক সম্পর্কের ‘খাঁচা ভেঙে’ তিনি পাড়ি দিয়েছেন ‘অচিন দেশে’। গতকাল শনিবার রাত সোয়া ১০টায় রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় ৭২ বছর বয়সী এ সংগীতশিল্পীর। দীর্ঘদিন কিডনি জটিলতার সঙ্গে লড়াই করেছেন তিনি। তিনি স্বামী এবং চার সন্তান রেখে গেছেন। পাশাপাশি রেখে গেছে লালনের গানের অমর সুরের এক অমূল্য ঐতিহ্য। ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় জন্ম নেওয়া ফরিদা পারভীনের জীবন ছিল সংগীতের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তার বাবা ছিলেন একজন চিকিৎসক এবং সংগীতপ্রেমী, আর দাদি ছিলেন গানের সাধক। বাবার চাকরির সুবাদে তাকে বিভিন্ন জেলায় যেতে হয়, যা তার জীবনে নানা অভিজ্ঞতার...