জতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত করা জুলাই সনদ স্বাক্ষরের জন্য বিএনপি, এনসিপিসহ ১৫টি রাজনৈতিক দল প্রতিনিধির নাম পাঠিয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনসহ ১৫টি রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের জন্য প্রতিনিধির নাম পাঠায়নি। তবে দুই-এক দিনের মধ্যে সব দল তাদের প্রতিনিধির নাম পাঠাবে বলে কমিশন আশাবাদী। আগে বিষয়টি নিয়ে জতীয় ঐকমত্য কমিশনের সংলাপে অংশ নিয়েছিল ৩০টি দল। ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ বলেন, ‘জুলাই সনদের বিষয়ে দলগুলোর আনুষ্ঠানিক বক্তব্য না পাওয়া পর্যন্ত কিছু বলা সমীচীন হবে না। তাদের আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষা করব। তাদের বক্তব্য পাওয়ার পর আমরা বিবেচনা করব।’ কমিশন সূত্র জানায়, জুলাই সনদ স্বাক্ষরের জন্য দলগুলোকে গতকাল শনিবার বিকেল পাঁচটার মধ্যে দুজন প্রতিনিধির নাম পাঠানোর অনুরোধ জানানো হয়েছিল। এ সময়ের মধ্যে বিএনপি, এনসিপিসহ ১৫টি দল তাদের প্রতিনিধির...