ঠাকুরগাঁওয়ে সরকারি গাড়ি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচীব জবাইদুল কবিরকে আহ্বায়ক করে তিন সদস্য নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে জেলা শহরে এ ঘটনাটি ঘটে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের উপস্থিতিতে এসব ওষুধ জব্দ করা হয়।এ বিষয়ে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার জানান, এ ঘটনায় যারা দায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সে কারণেই তদন্ত টিম গঠন করা হয়েছে। এভাবে সরকারি ওষুধ নষ্ট করতে পারে না। তার দায় এড়ানোর সুযোগ নেই জড়িতদের।জানা যায় রাতে ঠাকুরগাঁও সার্কিট হাউজ চত্বরে রাখা বালিয়াডাঙ্গী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মৌসুমী আক্তারের গাড়ির পেছনে থাকা মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো উদ্ধার করা হয়। এসময় গাড়িচালক মো. জয়নাল আবেদীনকে আটক করেছে পুলিশ।এর...