ঐক্যের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, নির্বাচন মানে শুধু রাজনীতি নয়, এটি মানুষের ভাগ্য পরিবর্তনের সংগ্রাম। তাই ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে। ঐক্যবদ্ধ বিএনপিই বিজয়ের পথে এগিয়ে যাবে।সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মুক্তির সনদ হিসেবে ৩১ দফার কর্মসূচি দিয়েছেন। এটি শিক্ষার্থী, নারী ও সাধারণ মানুষের জন্য কল্যাণকর একটি পরিকল্পনা।অমি বলেন, কেরানীগঞ্জকে আমরা এমনভাবে গড়ে তুলবো যেন এখানকার মানুষকে আর রাজধানীতে ছুটতে না হয়, বরং রাজধানীবাসী কেরানীগঞ্জে ছুটে আসবে তাদের চাহিদা পূরণের জন্য। আমার পিতার অসমাপ্ত কাজ শেষ করতে আমি আপনাদের কাছে ধানের শীষে ভোট চাই।কেরানীগঞ্জ মডেল উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মোস্তাফিজুর রহমান উজ্জ্বলের সভাপতিত্বে অনুষ্ঠিত...