কুষ্টিয়ার মিরপুর উপজেলায় আওয়ামী লীগ নেতাদের নিয়ে একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে মিরপুর পৌরসভার খন্দকবাড়ীয়ার কুঠিপাড়াতে এ ঘটনা ঘটে।উদ্বোধনের সময় দেখায় যায়, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলামের দুই পাশে দাড়িয়ে রয়েছেন, মিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বিশ্বজিৎ বিশ্বাস, পৌর আওয়ামীলীগের সহ সভাপতি শক্তি সঞ্চয় পাল, পৌর আওয়ামী লীগের অন্যতম সদস্য আমজাদ হোসেন ও বিগত সরকারের সময় আওয়ামী সমর্থিত পৌর মেয়র প্রার্থী নজরুল করিম।এদিকে, মিরপুর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক নাসিরুজ্জামান রানা বলেন, চলতি মাসের ৫ তারিখে বিএনপির প্রয়াত নেতা ফজলুল হক মন্ডল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ইউএনওকে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দাওয়াত দিলেও তিনি অনুষ্ঠানে আসতে অপারগতা প্রকাশ করেন। এছাড়াও তিনি বলেন কোন রাজনৈতিক অনুষ্ঠানে তিনি থাকবেন না।এ বিষয়ে উপজেলা বিএনপির...