শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টায় প্রয়াত হন দেশের কিংবদন্তী লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন। রবিবার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাবেন। এদিন রাতে হাসপাতালে গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান শিল্পীর স্বামী প্রখ্যাত বংশীবাদক ওস্তাদ গাজী আব্দুল হাকিম। তিনি জানান, রবিবার সকাল দশটা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ফরিদা পারভীনকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রাখা হবে৷ যেখানে সর্বস্তরের মানুষ শিল্পীকে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে দুপুর ১২টার দিকে তার মরদেহ রাখা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে। সেখানে বাদ যোহর হবে জানাজা। তবে ফরিদা পারভীনের দাফন কোথায় হবে, সে সিদ্ধান্ত নিয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। শিল্পীর ছেলে ইমাম নাহিল জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদে জানাজা শেষে ফরিদা পারভীনকে নিয়ে যাওয়া হবে কুষ্টিয়ায়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে কুষ্টিয়া পৌর গোরস্থানে...