ঋণের নামে টাকা নিয়ে বিদেশে পাচার, খেলাপি ঋণের ভারে তলানিতে থাকা রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত ব্যাংকগুলো মূলধন সংকটে থাকলেও কর্মকর্তা-কর্মচারীদের উৎসব বোনাস বিলাসিতা থামছে না। ক্ষেত্র বিশেষ বেতনের সর্বনিম্ন আড়াইগুণ থেকে সর্বোচ্চ ছয়গুণ পর্যন্ত বোনাস নিচ্ছেন রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মীরা। তাদের এ বিলাসী উৎসব বোনাস নেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। ব্যাংক খাতসংশ্লিষ্টরা বলছেন, যেখানে সাধারণ আমানতকারীরা তাদের জমানো টাকা চেয়েও ফেরত পাচ্ছেন না, সে অবস্থায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের উৎসব বোনাস নেওয়ার বিষয়টি কতটা ন্যায়সঙ্গত তা নিয়ে ভাবতে হবে। এদিকে, অর্থ মন্ত্রণালয় এই বোনাস বিলাসিতার লাগাম টানতে চায়। ব্যাংক খাতের দুরবস্থার মধ্যে বেতনের সর্বনিম্ন আড়াইগুণ থেকে সর্বোচ্চ ছয়গুণ পর্যন্ত বোনাসের যৌক্তিকতাও নিরূপণ করতে চায়। এর অংশ হিসাবে অভিন্ন বোনাস নির্দেশিকার একটি খসড়া মন্ত্রণালয় থেকে চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। এতে...