বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, দেশে এখনো নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি। নির্বাচন ঘনিয়ে এসেছে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে প্রশাসনকে নিরপেক্ষভাবে গোটা বাংলাদেশে লেভেলিং প্লেইং ফিল্ড, সমতার ভিত্তিতে সকল রাজনৈতিক পদ এবং মতের অংশীজনদের নির্বাচনে অংশগ্রহণের পরিবেশ সৃষ্টি করার উদাত্ত আহ্বান জানাই।শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক এসব কথা বলেন।মামুনুল হক, আমরা বাংলাদেশে সত্যিকার অর্থে বৈষম্যহীন ইনসাফপূর্ণ দেশ গড়তে চাই। চূড়ান্ত কথা সত্যিকারের ইনসাফপূর্ণ বৈষম্যহীন সমাজ গড়তে চাইলে মানব রচিত তন্ত্রমন্ত্র দিয়ে সম্ভব হবে না। চূড়ান্ত বৈষম্যহীন সমাজ গড়তে হলে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফত ব্যবস্থা কায়েম করতে হবে। চুড়ান্ত লক্ষ্যবস্তু হিসাবে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠাকেই ঘোষণা করছি।তিনি বলেন,...