জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ফল ঘোষণার সময় সিনেট ভবন প্রাঙ্গন ‘খুনি হাসিনার বিচার চাই’, ‘শাহবাগের বিচার চাই’ ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে ওঠে। শনিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান ফল ঘোষণার পর শিক্ষার্থীরা এসব স্লোগান দেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফল ঘোষণার সময়ও ঢাবির সিনেট ভবনে একই ধরনের স্লোগান দেওয়া হয়েছিল। ৩৩ বছর পর অনুষ্ঠিত এই জাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ সংখ্যাগরিষ্ঠ পদে জয় পেয়েছে। জোটটি সাধারণ সম্পাদক (জিএস) ও দুই যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস)সহ মোট ২০টি পদে বিজয়ী হয়েছে। এ ছাড়া সহসভাপতি (ভিপি) পদে জয় পেয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলনের প্রার্থী আবদুর রশিদ (জিতু)। তিনি ৩ হাজার ৩৩৪ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির–সমর্থিত প্রার্থী আরিফ উল্লাহ পান ২...