মানুষ মৃত্যুর পর কোথায় যায়? মৃত্যু-পরবর্তী জীবনের প্রকৃত চিত্র বিজ্ঞানের আওতাধীন নয়। কারণ বিজ্ঞান শুধু দৃশ্যমান ও পরিমাপযোগ্য বিষয় নিয়েই গবেষণা করতে পারে, তা জীবন সমাপ্ত হওয়া পর্যন্ত কিংবা মৃত্যু-পরবর্তী অতি স্বল্প সময় পর্যন্ত। কিন্তু ইসলাম শিক্ষা দেয়, মৃত্যু মানেই সমাপ্তি নয়, বরং এটি এক নতুন জীবনের সূচনা। পরকালে বিশ্বাস করা ইমানের গুরুত্বপূর্ণ অংশ। এর মাধ্যমে মহান আল্লাহর ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। এই দুনিয়ায় সৎকর্মীরা প্রায়ই নির্যাতিত হয়, তাদের প্রাপ্য পুরস্কার তারা এখানে পায় না। অন্যদিকে অসৎ ব্যক্তিরা শাস্তি এড়িয়ে যায়। তাই ন্যায়বিচারের পূর্ণ রূপ আখেরাতেই প্রকাশ পাবে। কোরআন ঘোষণা করছে, মৃত্যুই জীবনের শেষ নয়। বরং এরপরই শুরু হবে প্রকৃত ও স্থায়ী জীবন। মহান আল্লাহ বলেন, ‘আমিই তো মৃতকে জীবিত করি আর লিখে রাখি, যা তারা অগ্রে প্রেরণ করে এবং যা...