স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের বিষয়টি এখন আর সরকারের হাতে নেই। এটা জাতিসংঘের নির্ধারিত প্রক্রিয়া, যেখানে সব সদস্যরাষ্ট্রের মতামত গুরুত্ব পাবে। জাতিসংঘের সাধারণ পরিষদে এলডিসি তালিকায় থাকা তিন দেশ- বাংলাদেশ, নেপাল ও লাওস নিয়ে আলোচনা হবে। এটা পেছাতে হলে যেমন যৌক্তিক কারণ দরকার, তেমনি জাতিসংঘের সাধারণ পরিষদের অর্ধেকের বেশি সদস্যের ভোটও দরকার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। তিনি বলেন, এলডিসি থেকে উত্তরণের ক্ষেত্রে নেপাল ও লাওস থেকে এগিয়ে আছে বাংলাদেশ। ফলে বাংলাদেশের উত্তরণ পেছানোর যুক্তি নেই বলেও জানান তিনি। গতকাল শনিবার অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) আয়োজনে অনুষ্ঠিত ‘এলডিসি থেকে উত্তরণ ও বাংলাদেশের প্রস্তুতি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আনিসুজ্জামান চৌধুরী এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে অবশ্য তিনিই এর ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন।...