যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অর্থায়নে বাধা সৃষ্টি করতে চীন ও ভারতের মতো দেশগুলোর ওপর চাপ বাড়াচ্ছে। রাশিয়া থেকে তেল ক্রয়কারী দেশগুলোর বিরুদ্ধে শুল্ক আরোপের মাধ্যমে পুতিনের যুদ্ধ মেশিনকে থামানোর চেষ্টা করছেন ট্রাম্প। কিন্তু চীন ও ভারতের মতো অর্থনৈতিক দৈত্যের সঙ্গে একা লড়াই করতে গিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থা ক্রমেই কঠিন হয়ে উঠছে। গত শুক্রবার শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭-এর অর্থমন্ত্রীদের ভার্চুয়াল বৈঠকে ট্রাম্পের প্রতিনিধিরা মিত্রদের ‘ঐক্যবদ্ধ প্রয়াস’-এর আহ্বান জানিয়েছেন, যা অনেক বিশেষজ্ঞের মতে, ট্রাম্পের ‘শুল্ক কৌশলের’ ব্যর্থতার প্রমাণ। গত শুক্রবার কানাডার অর্থমন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শঁপানের সভাপতিত্বে জি-৭ দেশগুলোর অর্থমন্ত্রীদের একটি জরুরি ভার্চুয়াল বৈঠক হয়। কানাডা বর্তমানে জি-৭-এর সভাপতির দায়িত্ব পালন করছে। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়ানো। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে...