চট্টগ্রামের আনোয়ারায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপকূলীয় বেড়িবাঁধের প্রায় ১২ কিলোমিটার এলাকায় অধিকৃত ভূমি অবৈধ দখলদারদের কবলে রয়েছে। উপজেলার বদলপুরা থেকে বার আউলিয়া পর্যন্ত বাঁধের দুই পাশ এক শ্রেণির প্রভাবশালীদের ছত্রছায়ায় যে যার মতো অবাধে দখলে নিয়েছে। সেখানে ২৭৬টি আধাপাকা ও টিনশেড স্থাপনা তৈরি করে ব্যবসা-বাণিজ্যসহ বসবাস করছে অন্তত দুই শতাধিক পরিবার। এতে পাউবোর প্রায় ২০০ কোটি টাকা মূল্যের ১৮২ দশমিক ২৫ একর ভূমি বেদখল হয়ে গেছে। পাউবো সূত্রে জানা যায়, সাগর ও শঙ্খনদ বেষ্টিত আনোয়ারা উপজেলায় উপকূলীয় বাঁধ নির্মাণের জন্য ১৯৬০ ও ১৯৯০ সালে ভূমি অধিগ্রহণ করে পাউবো। এর মধ্যে বদলপুরা, বন্দর, রাঙ্গাদিয়া, গোবাদিয়া, পশ্চিম তুলাতলী, ফুলতলী, উত্তর পরুয়াপাড়া, দক্ষিণ পরুয়াপাড়া ও গহিরা মৌজার বার আউলিয়া পর্যন্ত পাউবোর নামে জমি রেকর্ডভুক্ত রয়েছে। এই জমির ১৮২ দশমিক ২৫ একর অবৈধভাবে...