নির্বাচন কমিশনকে সহায়তা করাই আমার কাজ -প্রশাসক নূরুল্লাহ নূরী * নবায়নে সময় কম দেওয়া ও ফি অস্বাভাবিক বাড়ানোয় ভোটার অর্ধেক কমে গেছে দীর্ঘ প্রায় ২০ বছর পর সিন্ডিকেটমুক্ত হয়েছে ব্যবসায়ীদের অন্যতম শীর্ষ সংগঠন চট্টগ্রাম চেম্বার। পকেট ভোট এবং সিলেকশনের মাধ্যমে নেতৃত্ব কবজায় রাখা চেম্বারের কর্মকর্তারা এখন নেই। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তাদের কেউ আত্মগোপনে কিংবা দেশছাড়া। কেউ রয়েছেন জেলে। এই অবস্থায় সিন্ডিকেটমুক্ত চেম্বারে ব্যবসায়ীরা চান যোগ্য নেতৃত্ব। ঘোষিত শিডিউল অনুযায়ী ১ নভেম্বর চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের মাধ্যমেই চেম্বারে নতুন ও যোগ্য নেতৃত্ব আসবে বলে আশা সাধারণ ব্যবসায়ী ও ভোটারদের। এদিকে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন প্রসঙ্গে নতুন প্রশাসক নূরুল্লাহ নূরী শনিবার যুগান্তরকে বলেন, ‘শিডিউল ঘোষণা হয়েছে ইতোমধ্যে। ভোটের তফশিল চলমান। তাই প্রশাসকের কোনো কাজ আপাতত নেই। নির্বাচন...