গর্ভকালীন সময়ে জরুরি ও করণীয় প্রথম ধাপ হচ্ছে আলট্রাসনোগ্রাম। আলট্রাসনোগ্রাম হচ্ছে স্বর্গীয় অনুভূতি, যেখানে হবু মা তার সন্তানের প্রথম ধুকপুক (হার্টবিট) শুনতে পান, তার অস্তিত্বকে নিজ চোখে দেখতে পান। দুটি কোষের সমন্বয়ে গঠিত ভ্রুণ থেকে তৈরি হয় মানবসন্তান। ৯ মাস ৭ দিন মাতৃগর্ভে থেকে মায়ের শরীর থেকে খাবার খেয়ে ধীরে ধীরে বড় হতে থাকে এই ভ্রুণ। প্রেগন্যান্সি পিরিয়ডটাকে চিকিৎসকরা চিকিৎসার সুবিধায় তিন ভাগে ভাগ করে থাকেন। প্রথম তিন মাস গর্ভবতী মায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই সময়টি হলো বীজ বপনের সময়। গর্ভে যথাযথ সময় এবং যথাযথ স্থানে ভ্রুণের প্রতিস্থাপন খুবই গুরুত্বপূর্ণ। এ সময়ের মধ্যে কোনো একটি ত্রুটি-বিচ্যুতি ঘটলে হবু মা তার মাতৃত্ব হারাতে পারেন। হাইপার ইমেসিস গ্রাভিডেরাম : গর্ভাবস্থার প্রথম তিন মাস বমি হওয়া স্বাভাবিক। কিন্তু এই বমি যদি অতিরিক্ত...