জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনেও বড় সাফল্য পেয়েছে ইসলামী ছাত্রশিবির ঘেঁষা প্রার্থীরা। বেশির ভাগ হলেই শিবির সমর্থিত প্রার্থীদের জয় হয়েছে। যদিও হল সংসদে শিবির কোনো প্যানেল দেয়নি। এছাড়া স্বতন্ত্র প্রার্থী ও ছাত্রদল সমর্থিত প্রার্থীরাও জয়ী হয়েছেন। তবে ছাত্রদলের জয়ের হার অনেকাংশে কম। সংশ্লিষ্টরা বলছেন, কৌশলগত কারণে শিবিরের কোনো পূর্ণাঙ্গ প্যানেল না থাকলেও হলগুলোতে তাদের আদর্শের প্রার্থীরাই জিতেছে। অন্যদিকে ছাত্রদল প্যানেল গঠন করলেও শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ানোসহ নানা কারণে প্রত্যাশিত ফলাফল পায়নি। ভোটগ্রহণের প্রায় ৪৮ ঘণ্টার মাথায় শনিবার বিকাল সোয়া ৪টায় ২১ হল সংসদের ফলাফল ঘোষণা করে জাকসু নির্বাচন কমিশন। এতে জিএস ও এজিএসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে জয়ী হয়েছেন শিবির সমর্থিত অধিকাংশ প্রার্থী। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যেও বিজয়ী প্রার্থীর হার রয়েছে দ্বিতীয় অবস্থানে। আল বেরুনী হলে ১০৬ ভোট পেয়ে ভিপি...