তেত্রিশ বছর পর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু। সাধারণ সম্পাদক (জিএস) হয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত ঐক্য জোটের মো. মাজহারুল ইসলাম। জাকসুতে সহসাধারণ সম্পাদক (এজিএস) পদ দুটি। দুটিতেই ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। তারা হলেন-এজিএস (পুরুষ) ফেরদৌস আল হাসান ও এজিএস (নারী) আয়েশা সিদ্দিকা মেঘলা। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের পর জাকসুতেও বড় জয় পেল ইসলামী ছাত্রশিবির। জাকসুর ২৫টি পদের মধ্যে জিএস, এজিএসসহ ২০টিতে শিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্রার্থীরা জয়ী হয়েছেন। বাকি ৫টি পদের মধ্যে ভিপিসহ তিনটিতে স্বতন্ত্র এবং দুটিতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) সমর্থিত ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ প্রার্থীরা বিজয়ী হয়েছেন। যদিও এ নির্বাচনের আটটি প্যানেলের মধ্যে ছাত্রদলসহ পাঁচটি নির্বাচন বর্জন করে। প্রগতিশীল রাজনীতির আধিক্য হিসাবে...