সূত্র জানায়, কয়েক দফা বৈঠকের পর জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি এবং বাস্তবায়নসহ এর ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ চার দফা দাবিতে কয়েকটি ধর্মভিত্তিক দল যুগপৎ কর্মসূচি শুরুর বিষয়ে একমত হয়েছে। শনিবার বাংলাদেশ খেলাফত মজলিস এক বিবৃতিতে জানায়, চার দফা দাবি আদায়ে রোববার (আজ) তারা পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে যুগপৎ কর্মসূচির ঘোষণা করবে। সোমবার কর্মসূচি ঘোষণা করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। অন্য দলগুলোরও শিগগির কর্মসূচি ঘোষণার কথা রয়েছে। আগামী সপ্তাহ থেকে যুগপৎ কর্মসূচি শুরু হতে পারে। চার দফা দাবি হলো-জুলাই সনদের অবিলম্বে বাস্তবায়ন, ফ্যাসিবাদের দোসর হিসাবে জাতীয় পার্টি (জাপা) ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ, আগামী নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান। তবে কোনো কোনো দলের আবার আগামী জাতীয় সংসদ নির্বাচনে শুধু উচ্চকক্ষে...