ক্যাম্পাসে দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ করার ঘোষণা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু। শনিবার রাতে জাকসুর ফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। আব্দুর রশিদ জিতু বলেন, আমাদের প্রথম কাজ হবে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সব ধরনের দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি চর্চা বন্ধ করা। আমরা এটা করব ইনশাআল্লাহ। আমরা দেখেছি যে, দলীয় লেজুড়বৃত্তিক চর্চার ফলে শিক্ষার্থীদের একাডেমিক লাইফ কীভাবে ক্ষতিগ্রস্ত হয়। শিক্ষার্থীদের জন্য শতভাগ নিরাপদ একটি ক্যাম্পাস গড়ে তোলার জন্য আমাদের যেভাবে কাজ করতে হয়, শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আমরা সেভাবে কাজ করে যাব ইনশাআল্লাহ। দীর্ঘদিন পর জাকসু নির্বাচন হওয়ায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, জাকসু বাস্তবায়নের জন্য দীর্ঘদিন আমরা সংগ্রাম করেছিলাম। ২০১৩ সালে একবার জাকসু নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু তৎকালীন সরকার সে...