স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাবের পক্ষে জাতিসংঘের সাধারণ পরিষদে ভোট দিয়েছে ভারত। এই প্রস্তাবকে ‘নিউইয়র্ক ঘোষণা’ বলা হচ্ছে। ফ্রান্স উত্থাপিত এ প্রস্তাবটি বিপুল সমর্থনে গৃহীত হয়—১৪২টি দেশ পক্ষে, ১০টি দেশ বিপক্ষে এবং ১২টি দেশ বিরত থাকে।শনিবার (১৩ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যমইন্ডিয়া টুডেরএক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে জাতিসংঘের সদর দপ্তরে এ ভোটাভুটি হয়।ইন্ডিয়া টুডের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতসহ সব উপসাগরীয় আরব দেশগুলো প্রস্তাবটির পক্ষে ভোট দেয়। বিপক্ষে ভোট দিয়েছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, হাঙ্গেরি, মাইক্রোনেশিয়া, নারু, পলাউ, পাপুয়া নিউগিনি, প্যারাগুয়ে এবং টোঙ্গা। প্রস্তাবটির শিরোনাম ছিল—‘প্যালেস্টাইন প্রশ্নের শান্তিপূর্ণ সমাধান এবং দ্বি-রাষ্ট্র সমাধানের বাস্তবায়ন বিষয়ে নিউইয়র্ক ডিক্লারেশনের অনুমোদন’।এই ঘোষণাটি গত জুলাইয়ে জাতিসংঘ সদর দপ্তরে ফ্রান্স ও সৌদি আরবের সহ-সভাপতিত্বে আয়োজিত একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে বিতরণ করা হয়েছিল। সম্মেলনের লক্ষ্য...