লন্ডনের রাস্তায় লক্ষ লক্ষ মানুষ, কীসের প্রতিবাদ? নেতৃত্বে কে? সম্প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার ইংল্যান্ডে কঠোর অভিবাসন নীতি প্রয়োগের বার্তা দিয়েছেন। লক্ষ লক্ষ মানুষ নেমে এসেছেন লন্ডনের রাস্তায়। ইংল্যান্ডের জাতীয় পতাকা, বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে নিয়ে আন্দোলনে সামিল। সেন্ট্রাল লন্ডনের রাস্তায় শুধু মানুষ আর মানুষ। শনিবার দেখা গেল এমনই দৃশ্য। সাম্প্রতিক অতীতে এত সংখ্যক মানুষকে একসঙ্গে রাস্তায় বেরিয়ে এসে আন্দোলন করতে দেখা যায়নি লন্ডনে।অবৈধ অভিবাসনের বিরুদ্ধে মূলত এই আন্দোলন। পাশাপাশি ব্রিটিশ রাজনীতির বর্তমান অবস্থার প্রতি হতাশা প্রকাশ করেও সমবেত হন মূলত অতি ডানপন্থী নাগরিকরা। সম্প্রতি আমেরিকায় ট্রাম্প ঘনিষ্ঠ নেতা চার্লি কার্ককে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনারও প্রতিবাদ করা হয় এই সমাবেশ থেকে।অভিবাসন ও ইসলাম বিরোধী নেতা টমি রবিনসনের ডাকে লক্ষ লক্ষ সমর্থক এই প্রতিবাদ সমাবেশে সামিল...