পুলিশের দাবি, বর্তমান সরকারকে সরিয়ে ‘নতুন জাতীয় সরকার’ বা ‘তত্ত্বাবধায়ক সরকার’ গঠনের লক্ষ্যে বাংলাদেশে আসেন এই ব্যক্তি। তিনি নিজেকে একটি বিশেষ দেশের গোয়েন্দা সংস্থার ‘চুক্তিভিত্তিক এজেন্ট’ বলে দাবি করেছেন। গ্রেপ্তারের পর শনিবার (১৩ সেপ্টেম্বর) তাকে আদালতে হাজির করে ১৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ। তবে আদালত তাৎক্ষণিকভাবে রিমান্ড মঞ্জুর না করে ১৫ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করেন এবং আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, “এনায়েত করিমকে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে। আমরা প্রাথমিকভাবে তার ফোন বিশ্লেষণ করেছি, যেখানে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক তথ্য মিলেছে। এসব বিষয় খতিয়ে দেখতে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।” তিনি আরও বলেন, “এই ব্যক্তি কিছু রাষ্ট্রীয় কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছেন বলেও তথ্য পাওয়া গেছে।”...