৩৩ বছর পর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ফল ঘোষণার সময় দেখা গেছে ভিন্ন রকমের এক দৃশ্য। শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে সিনেট ভবনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান বিজয়ীদের নাম ঘোষণা শুরু করেন। এ সময় এজিএস (নারী) পদে বিজয়ী আয়েশা সিদ্দিকা মেঘলার নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই পুরো সিনেট ভবন ‘হিজাব’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে। ইসলামী ছাত্রশিবির–সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থী মেঘলা ৩ হাজার ৪০২ ভোট পেয়ে এজিএস (নারী) পদে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিক্ষার্থী ঐক্য ফোরামের মালিহা নামলাহ পান ১ হাজার ৮৩৬ ভোট এবং ছাত্রদল–সমর্থিত আঞ্জুমান আরা ইকরা পান ৭৬৪ ভোট। এবারের নির্বাচনে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তারা সাধারণ সম্পাদক (জিএস) এবং দুই যুগ্ম সাধারণ সম্পাদক...