টাক মাথা, বিশেষ করে পুরুষদের মধ্যে সাধারণ সমস্যা। অনেকেই আশার খোঁজে নানা পদ্ধতি অনুসরণ করেন—ড্রাগ, হোমিওপ্যাথি, নার্সারি বা ঘরোয়া টিপস। কিন্তু প্রশ্ন হলো, সত্যিই কি টাক জায়গায় চুল গজানো সম্ভব? চুল পড়ার প্রধান কারণ হলো জেনেটিক প্রভাব এবং হরমোন। পুরুষদের ক্ষেত্রে ডিহাইড্রোটেস্টোস্টেরন হরমোন চুলের কণিকাকে ক্ষতিগ্রস্ত করে, যার ফলে চুল পাতলা হয়ে যায় এবং শেষ পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে। নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই বয়স, খাদ্যাভ্যাস, মানসিক চাপ ও স্বাস্থ্যগত সমস্যা চুল পড়ার তীব্রতা বাড়ায়। চিকিৎসাবিজ্ঞানের দিক থেকে, কিছু পদ্ধতি চুলের বৃদ্ধিতে সহায়ক হতে পারে। যেমন: মিনোক্সিডিল ও ফিনাস্টেরাইড নামের ওষুধ, চুলের ট্রান্সপ্লান্ট এবং লেজার থেরাপি। তবে এগুলোও সব সময় নতুন চুল জন্মাবে, এমন নিশ্চয়তা দেয় না। টাক জায়গায় সম্পূর্ণ নতুন চুল ওঠা অনেক সময় অসম্ভব, বিশেষ করে যদি...