পানির বোতল প্যাকেটজাত খাবারের মোড়ক, বাজারের ব্যাগ থেকে শুরু করে চিকিৎসা সরঞ্জাম কিংবা ইলেকট্রনিক যন্ত্রপাতি সবখানেই প্লাস্টিক ব্যবহৃত হচ্ছে। প্লাস্টিকের ব্যবহার এবং এর বহুবিধ সমস্যা নিয়ে লিখেছেন অনিন্দ্য নাহার হাবীব প্লাস্টিক আজকের পৃথিবীর সবচেয়ে আলোচিত ও জটিল বর্জ্যরে নাম। এর আবিষ্কার হয়েছিল সুবিধার জন্য। হালকা, সস্তা, টেকসই এবং বহুমুখী ব্যবহারের কারণে প্লাস্টিক দ্রুত মানবজীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। পানির বোতল, প্যাকেটজাত খাবারের মোড়ক, বাজারের ব্যাগ থেকে শুরু করে চিকিৎসা সরঞ্জাম কিংবা ইলেকট্রনিক যন্ত্রপাতি সবখানেই প্লাস্টিক ব্যবহৃত হচ্ছে। কিন্তু এই সুবিধার আড়ালে লুকিয়ে আছে এক ভয়াবহ সংকট। প্লাস্টিক খুব ধীরে ক্ষয় হয়, অধিকাংশ ক্ষেত্রেই শত শত বছর পর্যন্ত অক্ষত থেকে যায় এবং পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি বছর বিশ্বে প্রায় ৪০০ মিলিয়ন...