আজ থেকে দেড় দশকেরও বেশি সময় আগে ২০০৯ সালের ২২ জানুয়ারি ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় সেরার মুকুট অর্জন করেন মেহজাবীন চৌধুরী। এই রিয়েলিটি শোর মাধ্যমেই শোবিজে যাত্রা শুরু করেন তিনি। ধীরে ধীরে নিজের মেধাশক্তি আর সাবলীল পারফরম্যান্স দিয়ে সময়ের শীর্ষ মডেল-অভিনেত্রীতে পরিণত হন এই লাক্সকন্যা। তবে নাম-যশ-খ্যাতির চূড়ায় উঠলেও এখনো লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরা হওয়ার মুহূর্তটি স্মরণীয় মেহজাবীনের কাছে। এই রিয়েলিটি শোর মাধ্যমে একজন শিল্পী হিসেবে তিনি যেমন জাত অভিনেত্রীতে নিজেকে পরিণত করেছেন, তেমনই মডেল হিসেবেও আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছেন। মেহজাবীন তার পরবর্তী প্রজন্মের শিল্পীদের কাছে হয়ে ওঠেছেন অনুপ্রেরণার এক নাম। মাঝখানে লম্বা বিরতির পর আবার শুরু হয়েছে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা। আর প্রতিযোগিতায় মেন্টর হিসেবে দায়িত্ব পালন করছেন মেহজাবীন চৌধুরী। বিষয়টি নিয়ে মেহজাবীন নিজের অনভূতির কথা জানিয়েছেন।...