দুর্গাপূজা উপলক্ষে প্রতিবেশী দেশ ভারতের অনুরোধে এক হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানি করা হবে। তবে এর আগে দেশের মানুষ ইলিশ খাবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার বুড়ির বাঁধ সংলগ্ন জলাশয়ে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ফরিদা আখতার বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের অনুরোধে কিছু ইলিশ পাঠাতে হচ্ছে। তবে এবার আগের তুলনায় চাহিদার চেয়ে কম ইলিশ রপ্তানি করা হবে এবং দামও বাড়িয়ে রাখা হয়েছে। অবৈধ রিং জালের বিষয়ে ফরিদা আখতার বলেন, ‘অভিযান শুধু জেলেদের বিরুদ্ধে নয়। রিং জাল উৎপাদনকারী প্রতিষ্ঠান ও...