এশিয়া কাপে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটে হারের পর গ্রুপপর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জিতলেও শুধু যথেষ্ট নয়, তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা–আফগানিস্তান ম্যাচের দিকেও। তারপরও আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ম্যাচ শেষে জাকের আলী বলেন, "আশা ছাড়ার কোন প্রশ্নই আসে না। আমরা জেতার জন্য খেলব। একই মানসিকতা থাকবে। এই ম্যাচেও আমরা জেতার মানসিকতা নিয়ে এসেছিলাম, হয়নি। পরের ম্যাচেও জেতার মানসিকতা নিয়েই নামব। আমরা তো টুর্নামেন্ট স্রেফ ম্যাচ খেলার জন্য আসিনি, আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য এসেছি। এক ম্যাচ হারাতে এটা আশা হারিয়ে ফেলা যাবে না।” আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারেই দুই ওপেনার তানজিদ হাসান ও পারভেজ ইমনকে হারায় বাংলাদেশ—যা টি-টোয়েন্টি ইতিহাসে বিরল ঘটনা। ৫৩ রানে ৫ উইকেট হারিয়ে...