ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিক্ষার্থীদের আলোচনার কেন্দ্রবিন্দু এক দম্পতি। ইংরেজি বিভাগের শিক্ষার্থী রায়হান উদ্দীন ও তাঁর স্ত্রী উম্মে ছালমা—দুজনেই এবার নির্বাচনে জয়ী হয়েছেন। ডাকসু নির্বাচনে রায়হান হয়েছেন কার্যনির্বাহী সদস্য, আর ছালমা নির্বাচিত হয়েছেন কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক। দুজনেই ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি হওয়ার কিছুদিন পরেই উম্মে ছালমার সঙ্গে রায়হানের পরিচয় হয়। পরিচয় হওয়ার কিছুদিন পরেই ২০২২ সালে দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয় তাঁদের। বিশ্ববিদ্যালয়–জীবনের শুরু থেকেই রায়হান স্যার এ এফ রহমান হল ডিবেটিং ক্লাবের সদস্য হন। পরে হল ডিবেটিং ক্লাবের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাব সোসাইটিরও সহসভাপতির দায়িত্ব পালন করেন। পাশাপাশি শিবিরের সক্রিয় সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। অন্যদিকে...