বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম যোগদানের পর থেকে বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছে শৃঙ্খলা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও আধুনিকায়ন। তার দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্ব একদিকে যেমন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে করেছে গতিশীল, অন্যদিকে আন্তর্জাতিক সহযোগিতা ও কর্মসংস্থানমূলক কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বহুগুণে বৃদ্ধি করেছে।গত এক বছরে (১৫ সেপ্টেম্বর ২০২৪ – ১৪ সেপ্টেম্বর ২০২৫) তার নেতৃত্বে অর্জিত উল্লেখযোগ্য কার্যক্রমগুলো হলো—শৃঙ্খলা ও প্রশাসনিক স্বচ্ছতা: সার্টিফিকেট জালিয়াতি ও আর্থিক অনিয়ম প্রতিরোধে কার্যকর ব্যবস্থা, নকলমুক্ত পরীক্ষা গ্রহণ, দ্রুত ফল প্রকাশ এবং ই-টেন্ডারিং প্রবর্তনের মাধ্যমে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত হয়েছে। স্থগিত গৃহঋণ পুনর্বহাল ও বাস্তবায়ন পদক্ষেপ শিক্ষক–কর্মকর্তাদের মধ্যে আস্থা ফিরিয়ে এনেছে।অবকাঠামো ও আঞ্চলিক সম্প্রসারণ: পাইকগাছা ও শরণখোলা নতুন উপ-আঞ্চলিক কেন্দ্র চালু, মেহেরপুরে জমি প্রাপ্তি, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও যশোর আঞ্চলিক কেন্দ্রের অসমাপ্ত কাজ সমাপ্ত...