রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ এলাকা থেকে পুলিশের লুট হওয়া একটি গ্যাসগান উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। শুক্রবার রাত সোয়া ৯টার দিকে গোলাপবাগ মাঠের দক্ষিণ-পূর্ব পাশে একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়। এদিন রাতে র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার বিষয়টি নিশ্চিত করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় নজরদারি চালায় র্যাবের একটি চৌকস দল। নিবিড় পর্যবেক্ষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এলাকা স্ক্যানিং শেষে গোলাপবাগ মাঠের দক্ষিণ-পূর্ব পাশের ওয়ালের পাশে রাখা একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে গ্যাসগানটি উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, উদ্ধারকৃত অস্ত্রটি পুলিশের একটি সরকারি গ্যাসগান। অস্ত্রটির বাটে “ডিএমপি” খোদাই করা রয়েছে। র্যাব জানায়, এটি পুলিশের লুট হওয়া অস্ত্রের সঙ্গে মিলে গেছে। র্যাবের পক্ষ থেকে জানানো...