শ্রীলঙ্কার বিপক্ষে পারলো না বাংলাদেশ। ব্যাটিংয়ে ব্যর্থতার পর স্বল্প পুঁজি নিয়ে বোলিংয়েও লঙ্কানদেরকে কোনো চ্যালেঞ্জ ছুড়তে পারেননি টাইগাররা। ফলে বেশ বাজেভাবে হারতে হয়েছে লিটন-মুস্তাফিজদেরকে। শনিবার (১৩ সেপ্টেম্বর) এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করে লিটনরা। জবাবে খেলতে নেমে ১৪.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কানরা। দ্বিতীয় ইনিংসে বোলিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই বাংলাদেশকে সাফল্য এনে দেন মুস্তাফিজুর রহমান। দুর্দান্ত এক স্লোয়ার কাটারে কুশল মেন্ডিসকে উইকেটের পেছনে ধরাশায়ী করেন এই পেসার। ৬ বলে ৩ রান করে ফেরেন এই মারকুটে ব্যাটার। এরপর হাত খুলে খেলতে শুরু করে শ্রীলঙ্কা। ইনিংসের চতুর্থ ওভারে শরীফুলের দ্বিতীয় বলে কামিল মিশরার ক্যাচ...