পিআর পদ্ধতি সাধারণ মানুষ বোঝে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুরের কচুয়া সরকারি কলেজ মিলনায়তনে উপজেলা নাগরিক ঐক্যের আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি। মাহমুদুর রহমান মান্না বলেন, পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি কী—তা আগে সাধারণ মানুষকে বুঝাতে হবে। আমি যত জায়গায় গিয়েছি, সাধারণ মানুষকে জিজ্ঞেস করলে তারা পিআর পদ্ধতি সম্পর্কে কিছুই বলতে পারে না। পিআর পদ্ধতি সাধারণ মানুষ বোঝে না। তিনি বলেন, মানুষ আসলে একটি ভালো নির্বাচন চায়। ভালো নির্বাচন করতে হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যে পৌঁছাতে হবে। দেশ আজ যে সংকটের মুখে, তা থেকে উত্তরণের জন্য সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধতার কোনো বিকল্প নেই। সমাবেশে আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক ও...