জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, নির্বাচনের সময়সূচি নিয়ে এনসিপির কোনো আপত্তি নেই, তবে নির্বাচনের আগে অবশ্যই নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের তুলাগাঁও গ্রামে ‘উঠানে রাজনীতি’ শীর্ষক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “নির্বাচনের ডেডলাইন নিয়ে আমাদের আপত্তি নেই। প্রয়োজনে আগামীকালই নির্বাচন দিন। কিন্তু আমাদের একটি লিখিত নতুন সংবিধান চাই, যেখানে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।” অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে হাসনাত বলেন, ‘আপনি ঘোষণা দিন—খেলার নিয়ম বদলেছে। লিখিত আইনগত ভিত্তি দিয়ে নির্বাচন দিন। জনগণ যাকে ভোট দেবে, সে-ই নির্বাচিত হবে—এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু শুধু দারোয়ান বদল করে ভাঙা দরজা-জানালা ঠিক না করলে তা হবে না।’ তিনি আরও অভিযোগ করেন, অনেক...