পুলিশ বাহিনীর কিছু পদস্থ কর্মকর্তা চাকরির অভিজ্ঞতা থেকে আইন, তদন্ত ও প্রশিক্ষণভিত্তিক বই লিখছেন। এসব বইয়ের বিক্রিও হচ্ছে শত শত কপি। তবে অভিযোগ উঠেছে, বইগুলো মূলত পুলিশের অধস্তন সদস্যদের ওপর চাপ প্রয়োগ করে বিক্রি করা হচ্ছে। কেউ কেউ ঊর্ধ্বতনকে খুশি রাখতে, আবার কেউ চাকরির স্বার্থে বাধ্য হয়ে এসব বই কিনছেন।বই লিখে আলোচনায় আসা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রেলওয়ে পুলিশের ডিআইজি (ক্রাইম) গোলাম রউফ খান এবং সিলেট মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী। তাঁরা অবশ্য দাবি করছেন, বইয়ের জনপ্রিয়তার কারণেই পুলিশ সদস্যরা কিনছেন, কারও ওপর চাপ প্রয়োগের প্রশ্নই ওঠে না।রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানের লেখা ১০টি বইয়ের সেটের বাজারমূল্য ৫২০০ টাকা হলেও ছাড়ে বিক্রি হচ্ছে ৩৫০০ টাকায়। বইগুলো নারী ও শিশু নির্যাতন আইন, ভূমি আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ...