যশোরের মনিরামপুরে এক নারীর ঘরে ঢুকে দরজা বন্ধ করে মাদক সেবনের ঘটনায় নেহালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিএম খলিলুর রহমানের পদ স্থগিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলের এ ঘটনায় গতকাল শনিবার জেলা বিএনপি তার পদ স্থগিত হয়। গতকাল শনিবার সন্ধ্যায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে খলিলুর রহমান দাবি করেছেন, তিনি দলীয় গ্রুপিংয়ের শিকার হয়েছেন। ভুক্তভোগী নারী জানান, দুই ছেলে-মেয়ে রেখে দুই বছর আগে তাঁর স্বামী মারা গেছেন। ছেলেটি প্রতিবন্ধী হওয়ায় তিনি উপজেলা সমাজসেবা দপ্তরে ছেলের জন্য ভাতার আবেদন করেছেন। এরপর তিনি খলিলুর রহমানের সঙ্গে একাধিকবার ছেলের ভাতার বইয়ের বিষয়ে কথা বলেছেন। খলিলুর রহমান বাড়িতে বই পৌঁছে দেওয়ার কথা বলেন। তিনি বলেন, ‘গত বৃহস্পতিবার বিকেলে খলিলুর রহমান ছেলের ভাতার বই নিয়ে আমার...