আট ঘণ্টায় ১২ হাজার ভোটারের ৬৭ শতাংশ ভোট দিয়েছেন, সেই ভোট গুনতে লেগেছে ৪৮ ঘণ্টা, আর সব মিলিয়ে ফল পেতে লাগল তিন দিন। প্রায় ৩৩ বছর পরে আয়োজিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে এমন বিরল নজির দেখল মানুষ। এ সময়ে ভোট গুনতে ডেকে আনা একজন শিক্ষক অসুসন্থ হয়ে মারা গেছেন। পদত্যাগ করেছেন নির্বাচন কমিশনের দুইজন সদস্য ও নির্বাচনি দায়িত্বে থাকা তিনজন কর্মকর্তা। বৃহস্পতিবার ভোটগ্রহণ শুরু হওয়ার কয়েক ঘণ্টা পর জামায়াত সংশ্লিষ্ট ব্যক্তির প্রতিষ্ঠান থেকে থেকে ভোট গণনার যন্ত্র (ওএমআর মেশিন) কেনা, ক্লোজ সার্কিট (সিসি) টিভি ক্যামেলা ও ব্যালট সংগ্রহের অভিযোগ ওঠে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন হাতে ভোট গণনার সিদ্ধান্ত নেয়। এর পরেও ‘অনিয়ম’ ও ‘কারচুপির’ অভিযোগ তুলে একে একে পাঁচটি প্যানেল ভোট বর্জন করে। ভোটগ্রহণে তার পরেই...