লন্ডনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর ‘হামলার প্রচেষ্টায় তীব্র নিন্দা’ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়। লন্ডনের পুলিশকে ঘটনা তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার আহ্বানও জানিয়েছে ড. ইউনূসের সরকার। বিবৃতিতে বলা হয়, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম শুক্রবার ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে (সোয়াস) বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের বছরপূর্তির অনুষ্ঠান থেকে বের হওয়ার সময় একদল বিক্ষোভকারী বাংলাদেশ হাইকমিশনের গাড়িতে ডিম নিক্ষেপ করে এবং সাময়িকভাবে পথরোধের চেষ্টা চালায়। অন্তর্বর্তী সরকার বলছে, লন্ডনের মেট্রোপলিটন পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার সময় মাহফুজ আলম গাড়ির ভেতরে ছিলেন না বলেও সংবাদমাধ্যমের বরাতে বলা হয় বিবৃতিতে। বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশ পুরো সময় তাদের সঙ্গে যোগাযোগ...