পুলিশ ৫৫ বছর বয়সী এনায়েত করিম চৌধুরীকে শনিবার সকালে আটকের পর বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার দেখায়। পরে ঢাকার একটি আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পুলিশ হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদের শুনানি হবে সোমবার। রমনা বিভাগের উপ কমিশনার মাসুদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী। তার আচরণে সন্দেহ হওয়ায় তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে আদালতে পাঠানো হয়। তার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পাওয়া তথ্যের ভিত্তিতে এনায়েত করিমকে রিমান্ডে নিতে আদালতে আবেদন করেছে রমনা থানা পুলিশ। আবেদনে বলা হয়, ওই ব্যক্তি নিই ইয়র্ক থেকে বাংলাদেশে এসেছেন। তিনি ১৯৮৮ সালে আমেরিকায় যান এবং ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের পাসপোর্ট পান। আর ৬ সেপ্টেম্বর সকাল ৯টা ৫০ মিনিটে নিউ ইয়র্ক...