সংগীতের সঙ্গে ফরিদা পারভীনের যোগাযোগ শুরু মাত্র পাঁচ বছর বয়সে। নজরুল, আধুনিক ও দেশের গান গাইলেও লালন ফকিরের গানেই নিজেকে পুরোপুরি বিলিয়ে দিয়েছিলেন তিনি। তরুণ বয়সে লালনের যে গান একরকম ‘উপেক্ষিতই’ ছিল ফরিদার কাছে, সেই সাঁইজির ‘সত্য বল সুপথে চল’ গানটি বদলে দেয় শিল্পীর জীবনের বাঁক। স্বাধীনতার বছরখানেক পর কুষ্টিয়ার ছেঁউরিয়াতে দোল পূর্ণিমার উৎসবে গুরু মোকছেদ আলীর অনুরোধে গাওয়া এই গানটি পরিবেশন করে নিজের মধ্যে ভেতরে এক ধরনের ‘অনুরণন’ অনুভব করেন বলে ভাষ্য ছিল তার। এরপর আর থেমে থাকেননি তিনি, চলেছেন লালনের পথে। তবে লালনের গান ছাড়াও ‘এই পদ্মা এই মেঘনা’সহ আরো কিছু গানে ফরিদা পারভীন নিজেকে পৌঁছে নিয়েছিলেন অন্য উচ্চতায়। রোগব্যধিতে ধুকে শনিবার রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চলে যান ফরিদা পারভীন। লালনের এই কিংবদন্তি শিল্পীর কয়েকটি গানের...