আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। এ জন্য সরকারকে শক্ত ভূমিকা নিতে হবে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন না হলে দেশে অভ্যন্তরীণ অস্থিতিশীলতা তৈরি হওয়ার পাশাপাশি জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ারও আশঙ্কা আছে। গতকাল শনিবার প্রথম আলো আয়োজিত ‘নির্বাচনের জন্য রাজনৈতিক সমঝোতার পথ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এ বক্তব্য উঠে এসেছে। কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনায় জাতীয় ঐকমত্য কমিশন, বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। দেশে একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল উল্লেখ করে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, রাষ্ট্রকাঠামোর ক্ষেত্রে কতগুলো পরিবর্তন নিশ্চিত করার জন্য আগামী নির্বাচন। রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনগুলোর ব্যাপারে একমত হওয়া না গেলে নির্বাচনের মাধ্যমে দেশ যে জায়গায় যাবে, তাতে মৌলিক কোনো হেরফের ঘটবে না। আগামী নির্বাচনের জন্য তিনটি পথ আছে...