১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম তারুণ্যের আন্দোলনের তোড়ে তছনছ প্রতিবেশী দেশগুলোর ফ্যাসিস্টরা। এখন পর্যন্ত বাইরে কেবল ভারত। তবে শঙ্কামুক্ত নয়। ঘুরছে শনির চক্করের মতো প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যম আধুনিক সংযুক্তিতে বেড়ে ওঠা এক নতুন প্রজন্ম, জেনারেশন-জেড। তাদের ক্ষোভের সর্বশেষ শিকার নেপালের একরোখা সরকার। সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্ত ছিল এই বিক্ষোভের সূচনা। তা অল্প সময়ের মধ্যেই রূপ নেয় দুর্নীতিবিরোধী অভ্যুত্থানে। তাদের চাপে বাংলাদেশের শেখ হাসিনা বা শ্রীলঙ্কার রাজাপাকসের মতো পরিণতি হয় নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির। গত কয়েক বছর দক্ষিণ এশিয়ার রাজনীতিতে উথাল-পাথাল শুরু হয়েছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকা সরকারকে একের পর এক গদিছাড়া করছে জনগণ; আরও নির্দিষ্ট করে বললে জেনারেশন জেড বা তরুণ প্রজন্ম। এর ধারা শুরু হয়েছিল ২০২২ সালে শ্রীলঙ্কা থেকে; এরপর...